নির্মাণ কাল ১৯১৯ সাল । প্রতিষ্ঠাতা জমিদার গোবিন্দ কুমার চৌধুরী। বৃটিশ ধারায় নির্মিত প্রতিষ্ঠানটিতে অনেক গুলো পাঠদান কক্ষ, সু প্রশস্ত জানালা রয়েছে। সমস্ত ভবন টিতে ফর্মের ব্যবহার এমন ভাবে করা হয়েছে যে, দৃষ্টি সকল স্থানেই সমান পড়ে । ইটের গাঁথুনি দিয়ে সমস্ত ভবনটি’ নির্মান করা হয়েছে ।এর সম্মুখভাগের পুকুরটি স্কুলের সুন্দর্যকে আরো বৃদ্ধি করেছে। এর পশ্চিম পাশে রয়েছে বিশাল সবুজের সমাহার । এটি শের আলী গাজি পৌর পার্কের পশ্চিম পাশে অবস্থান করছে। প্রাচীনতম স্থাপনার মধ্যে এটিও জনসাধারণের মুগ্ধ করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS