যোগাযোগঃ-একসময় শেরপুরের যোগাযোগ ব্যবস্থা অত উন্নত ছিল না। ঢাকা যাতায়াতের সড়ক পথ ছিল জামালপুর-টাঙ্গাইল-ঢাকা। ১৯৯১ সালে শম্ভুগঞ্জ ব্রীজের মাধ্যমে ময়মনসিংহ হয়ে ঢাকা-শেরপুর যোগাযোগ শুরু হয়। শুধূ তাই নয় ব্রক্ষপুত্র ব্রীজের দ্বার উন্মোচনের ফলে শেরপুর জামালপুর হয়ে উত্তরবঙ্গের সাথে যোগাযোগের এক শুভ সূচনা হয়। তবে শেরপুরে রেল যোগাযোগ চালু হয়নি। সদর উপজেলার অভ্যন্তরে রিকশা, টেম্পু, অটোরিকশার মাধ্যমে সহজে এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা চালু আছে। শুধু বর্ষার সময় শেরী নদী থেকে ব্রক্ষপুত্রে প্রবেশ করে দূর-দূরান্তের যাতায়াত ও মাল পরিবহনের জন্য ব্যবহৃত হয়।
উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, শেরপুর সদর, শেরপুর। ফোন নং-০৯৩১-৬১৩২৯, ফেক্স নং-০৯৩১-৬২৫৪৮, ই-মেইলঃ unosherpur@mopa.gov.bd যোগাযোগের ঠিকানা- চকপাঠক, শেরপুর। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS