সাধারণ তথ্যঃ
প্রতিষ্ঠাকালঃ ১৮৮৫ খ্রিঃ
আয়তনঃ ২১ বর্গ কিলোমিটার।
পৌরসভাঃ ০১ টি (শেরপুর)।
মৌজাঃ ১৪ টি।
হাট-বাজারঃ ২ টি(নওহাটা গোহাটা ও নয়আনি বাজার)।
জলমহালঃ ২ টি। (ইছিলি বিল ও মৃগী নদী)।
বালুমহালঃ নাই।
খাস পুকুরঃ ৩ টি।
মোট হোল্ডিং সংখ্যাঃ ২০৭৮৪ টি।
২৫ বিঘার উর্ধ্বে হোল্ডিং সংখ্যাঃ নেই।
জনবলঃ
অফিসের নাম পদ মঞ্জুরীকৃত পদ কর্মরত শূণ্যপদ
পৌর ভূমি অফিস ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ০১ ০১ -
ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ০১ ০১ -
এমএল এসএস ০৩ ০৩ -
মোট ০৫ ০৫ -
মৌজার নামঃ
ক) শেরপুর খ) নারায়নপুর গ) বয়রাপরানপুর ঘ) শেখহাটী ঙ) ঢাকলহাটী চ) তাতালপুর ছ)নওহাটা জ) মনোহরা ঝ)রামকৃষ্ণপুর জ) শ্রীকৃষ্ণপুর ঞ) দমদমা ত)জোতকসবা থ)রামচন্দ্রপুর দ)মোবারকপুর।
জমি সংক্রান্ত তথ্যঃ
মোট জমির পরিমাণঃ ৭৮৮৯.৯৩ একর।
কৃষি জমির পরিমাণঃ ১২২.৪৬ একর।
অকৃষি জমির পরিমাণঃ ৭৭৬৭.৪৭ একর।
মোট খাস জমির পরিমাণঃ ৪১১.৫৯ একর।
ক) বন্দোবস্তযোগ্য খাস জমির পরিমাণঃ ২২৩.৭৭ একর।
খ) বন্দোবস্তকৃত খাস জমির পরিমাণঃ ২০.৮৫ একর।
গ) অবশিষ্ট বন্দোবস্তযোগ্য খাস জমির পরিমাণঃ ২০২.৯২ একর।
মোট অর্পিত সম্পত্তির পরিমাণঃ ১৯৪.৫৫ একর।
ইজারাকৃত অর্পিত সম্পত্তির পরিমাণঃ .......।
আবাসন তথ্যঃ
ক) আদর্শ গ্রামের সংখ্যাঃ নাই।
খ) আশ্রয়ণ প্রকল্পের সংখ্যাঃ নাই।
গ) আবাসন প্রকল্পের সংখ্যাঃ নাই।
ঘ) গুচ্ছ গ্রাম প্রকল্পের সংখ্যাঃ নাই।
২০১৩-২০১৪ অর্থ বছরের ভূমি উন্নয়ন করের দাবী ও আদায় বিবরণীঃ
দাবীর প্রকৃতি দাবী
আদায় (৩০/০৬/২০১৪) আদায়র শতকরা হার
সাধারণ ৪৬০১২৩৫/- ৪২৭৯৬০৮/- ৯৩.০১%
সংস্থা ১৯৪৬৬২/- ১৯৪৬৬২/- ১০০%
মোট ৪৭৯৫৮৯৭/- ৪৪৭৪২৭০/- ৯৩.২৯%
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS