Title
শেরপুর সদর উপজেলায় প্রানীসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
Details
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শেরপুর সদর, শেরপুর এর আয়োজন অনুষ্ঠিত হচ্ছে প্রাণিসম্পদ প্রদর্শনী -2022। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মো: মোমিনুর রশীদ মহোদয়, প্রধান অতিথির আসন অলংকৃত করেন শেরপুরের গণ মানুষের নেতা মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা জনাব মো: আতিউর রহমান আতিক, এম.পি মহোদয়, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শেরপুর জনাব ডা: মো: মোস্তাফিজুর রহমান মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর মহোদয়ের প্রতিনিধি শেরপুর সদর সার্কেল এর সম্মানিত অতিরিক্ত সুপারিনট্যানডেন্ট অব পুলিশ জনাব মো: হান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর জনাব মুকতাদিরুল আহমেদ মহোদয়, শেরপুর সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মো: রফিকুল ইসলাম মহোদয়, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহনাজ ফেরদৌস মহোদয়, ভাইস চেয়ারম্যান জনাব আশরাফুল আলম মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সাবিহা জামান শাপলা। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং প্রদর্শনীর মূল আকর্ষণ প্রাণিসম্পদ উদ্যোক্তাবৃন্দ। প্রদর্শনী পরিদর্শন করতে আসেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। মেলায় মোট 50 টি স্টলে প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন প্রযুক্তি, প্রাণি, পাখি প্রদর্শিত হয়।