খেলাধূলা ও বিনোদনঃ- অষ্টাদশ শতাব্দীর গোড়া খেকেই শেরপুরে পাশাখেলা নামে এক বিশেষ ধরনের খেলার অতিত্বের কথা জানা যায়। বর্ষাকালে নৌকাবাইচ, খড়ার গরুর দৌড়, আশ্বিন-কার্তিকে গোল্লাছুট, দাঁড়িয়াবান্দা, বউচি, কানামাছি খেলা হতো। হা-ডুডু, ঘুড়ি ওড়ানো ও কাটাকাটি খেলা ও জনপ্রিয়। এছাড়া ফুটবল খেলা ও অত্যন্ত জনপ্রিয় ১৯৯২ সালে এ উপজেলার পোরপার্ক মাঠে আয়োজন করা হয় ৮ম জাতীয় যুব কাবাডি, ১৯৯৩সালে ৮দল নিয়ে অনুষ্ঠিত হয় ১৮তম শেরেবাংলা কাপ জাতীয় ফুটবলর আঞ্চলিক পর্ব।
বিনোদনঃ- শেরপুর সদর উপজেলার অভ্যন্তরে অবস্থিত পৌরপার্ক বতমানে অন্যতম বিনোদন কেন্দ্র। এছাড়া বেসরকারী উদ্যোগে স্থাপিত অর্কিড ও বিনোদন কেন্দ্র হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস